সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনায় যা বলছে ভারতীয় হাই কমিশন

Published: 6 March 2022

পোস্ট ডেস্ক :


কুষ্টিয়া এলাকার ভারতীয় সীমান্তে ৫ই মার্চ এক বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মুখপাত্র একটি বার্তা পাঠিয়েছেন। হোয়াটসঅ্যাপে শেয়ার করা ওই বার্তায় হাই কমিশনের তরফে বলা হয়,
“৫ মার্চ ২০২২ আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটে সীমান্তরক্ষী বাহিনীর মেঘনা বিওপির ১৫১/৩-এস বর্ডার পিলারের কাছে বাংলাদেশের দিক থেকে একদল চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গাঁজা পাচারের চেষ্টা করে। দায়িত্বরত সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে এবং বিএসএফ সদস্যকে ঘিরে ফেলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিএসএফের সদস্য তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে চোরাকারবারীদের দিকে এক রাউন্ড গুলি করেন। এতে লিটন হোসেন (৩৬) নামক একজন বাংলাদেশি চোরাকারবারী গুলিবিদ্ধ হয়। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পরাগপুরের বেলগুথিয়া গ্রামের মো. আকবর বিশ্বাসের ছেলে। লিটন হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় রেখে বাকি চোরাকারবারীরা বাংলাদেশ অংশের দিকে পালিয়ে যায়। আহত চোরাকারবারীকে তাৎক্ষণিকভাবে করিমপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফ দল তল্লাশি করে ঘটনাস্থল থেকে আট কেজি গাঁজা ও দুইটি ধারালো দা উদ্ধার করে। সাম্প্রতিক সময়ে বিএসএফ সদস্যদের ওপর গুলি চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক আরেকটি ঘটনা ঘটেছিল ৩ মার্চ ২০২২ তারিখে প্রায় রাত ১টায়, বালিয়াশিসা এলাকায়, যেখানে বাংলাদেশি চোরাকারবারীরা বিএসএফ দলের উপর পাঁচ রাউন্ড গুলি চালায়।
বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টরা তাদের বাংলাদেশি পক্ষের কাছে বাংলাদেশি দুর্বৃত্তদের অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার বিষয়ে প্রায়ই প্রতিবাদলিপি পাঠালেও তাতে কোনও লাভ হয়নি।”