ইসলাম গ্রহণ করলেন ঘানার ফুটবলার
পোস্ট ডেস্ক :

আর্সেনাল ক্লাবের হয়ে খেলা ঘানার ফুটবলার থমাস পার্টি ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (১৮ মার্চ) পবিত্র কোরআন হাতে থমাসের একটি ছবি প্রকাশ করে ইসলাম গ্রহণের খবর জানান ব্রিটিশ সাংবাদিক কনর হাম। এর আগে অনেক দিন যাবত তিনি লন্ডনে ধর্ম বিষয়ে পড়াশোনা করেন।
মিডল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, লন্ডন ভিত্তিক ইসলাম প্রচারক ও শরিয়াহ গবেষক শায়খ মুহাম্মদ আল আজহারি বলেন, ঘানার খেলোয়াড় থমাস পার্টি লন্ডনের একটি মসজিদে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।
থমাস পার্টি ১৯৯৩ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তিনি ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেন। এর আগে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যালোর্কা ও আলমেরিয়ার হয়ে খেলেন। প্রতিপক্ষের বল আটকে দেওয়া ও শক্তিশালী শটের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। ঘানার সঙ্গে তিনি প্রায় ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তিনটি আফ্রিকা কাপ অফ নেশনস-এ অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ঘানা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।




