ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Published: 7 April 2022

ছাতক সংবাদদাতা :


সুনামগঞ্জের ছাতকে বালুর নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহষ্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ছাতক শহরের অদূরে চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালু লোড করার কাজে যান রুবেল মিয়া, সামছুজ্জামানও জাকির হোসেন নামের তিন শ্রমিক। বালু নিচ থেকে কেটে-কেটে বেল্টে দিয়ে নৌকায় ভর্তি করার এক পর্যায়ে উঁচু বালুর স্তুপ ভেঙে পড়ে। বালু ধ্বসে নিচে চাপা পড়ে যায় ঐ তিন শ্রমিক।

স্থানীয়রা আহত তিন শ্রমিককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বালু শ্রমিক রুবেল মিয়া (২৬) ও সামছুজ্জামান (১৬) কে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

নিহত শ্রমিক রুবেল মিয়া নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসকরের পুত্র এবং সামছুজ্জামান একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র। আহত শ্রমিক জাকির হোসেন কুমারদানি গ্রামের আসমত আলীর পুত্র।

ছাতক থানার এস আই দীপংকর কান্তি তালুকদার দুই শ্রমিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।