এবারের আসরেই ১৩০ মিটারের ছক্কা মারতে চান পাওয়েল

Published: 6 May 2022

পোস্ট ডেস্ক :


আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের দীর্ঘকায় ওয়েস্ট ইন্ডিজ তারকা রোভম্যান পাওয়েলের ছক্কা হাঁকানোর দক্ষতা নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। বিশ্বের যে কোনো মাঠের বাউন্ডারি পার করতে তিনি সিদ্ধহস্ত। এবার আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা হাঁকানোর টার্গেট নিয়েছেন এই ক্যারিবিয়ান।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে পাওয়েল দুর্দান্ত ছন্দে ছিলেন।

৩৫ বলে ৬টি ছক্কায় খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। সেই ছক্কাটি ছক্কার মধ্যে উমরান মালিকের বিপক্ষে একটি ১০২ মিটারের ছক্কাও ছিল। চলতি আইপিএলে এটি ১০ম সর্বোচ্চ ছক্কা। তবে পাওয়েল এতেই সন্তুষ্ট নন, তার লক্ষ্য ১৩০ মিটারের ছক্কা হাঁকানো। লিয়াম লিভিংস্টোনের ১১৭ মিটারের ছক্কাই এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে লম্বা ছক্কা।
আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত অ্যালবি মর্কেলই সবচেয়ে বড় ১২৫ মিটারের ছক্কা হাঁকিয়েছেন। সেইসব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য দিল্লির এই জামাইকান অলরাউন্ডারের। সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ শেষে পাওয়েল বলেন, ‘আমার মনে হয় আমি ১১৭ মিটার ছক্কার রেকডর্কে ভেঙে দিতে পারি। গতকাল মনদীপ সিংকে বলছিলাম যে, আমি এবারের আইপিএলে ১৩০ মিটারের ছক্কা মারব। দেখা যাক কতটা কী করতে পারি। ‘