কমলগঞ্জে ৯১৬৮ লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা

Published: 14 May 2022

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা :


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবৈধভাবে তেল মজুদ রাখায় মেসার্স সালাউদ্দিন স্টোর থেকে ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ ও ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার ১৪ মে সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত তেল তাৎক্ষণিক উপস্থিত জনগণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

জানা যায়, মুন্সিবাজারের মেসার্স সালাহ উদ্দীন স্টোরে বিপুলপরিমাণ ভোজ্যতেলের অবৈধ মজুদ আছে- এমন সংবাদ পেয়ে শনিবার সকালে মো. আল আমীনের নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে বিপুলপরিমাণ তেল মজুদ পাওয়া যায়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় গোডাউন থেকে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পূর্বের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

মো. আল আমীন তেল জব্দ ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।