ইউকে জমিয়তের উপদেষ্টা প্রবীণ মুরব্বী আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর জানাযা ও দাফন সম্পন্ন

Published: 7 June 2022

সৈয়দ নাঈম আহমদ

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা, চ্যারিটি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী প্রবীণ মুরব্বী আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর জানাযা ও দাফন ৬ জুন সোমবার লন্ডনে সম্পন্ন হয়েছে।

বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদের বিশাল মিলনায়তনে হাজারো মানুষ তাঁর জানাযার নামাজে অংশ গ্রহণ করেন। এতে শতাধিক উলামায়ে কেরাম ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি বিশেষ ভাবে লক্ষণীয় ছিল। অনেকেই অশ্রুসিক্ত নয়নে মরহুম আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীকে স্মরণ করে তাঁর শেষ বিদায়ের অনুষ্ঠান এ জানাযায় শরীক হন। মরহুমের জৈষ্ঠ্য সন্তান জুবায়ের আহমদ চৌধুরী জানাযার নামাজে ইমামতি করেন। মরহুম আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর ছেলে জুবায়ের আহমদ চৌধুরী, জুনায়েদ আহমদ চৌধুরী, ফুজায়েল আহমদ চৌধুরী, তালহা আহমদ চৌধুরী এবং জামাতা আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, নাজমুল হাসান শাহান ও সালেহ আহমদ জানাযায় অংশ গ্রহণ কারী সকল অতিথি, সুধীজন ও সর্বস্তরের মুসল্লীগনের প্রতি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করেন।

ইষ্টলন্ডন মসজিদে জানাজা শেষে মরহুম আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর মরদেহ ইস্ট লন্ডনের হেনল্ট এলাকায় অবস্থিত বিখ্যাত “গার্ডেন অফ পিস” কবরস্থানে দাফন করা হয়।

দেড় শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও স্বজনদের উপস্থিতিতে আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর জানাযা দাফনের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো পরিবেশে গভীর শোকের ছায়া নেমে আসে। দাফন সম্পন্ন হওয়ার পর উলামায়ে কেরাম ও পূণ্যবান ব্যক্তিদের উপস্থিতিতে কায়মনোবাক্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মরহুমের জামাতা মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতীব শায়খ কাজী আশিকুর রাহমান মৃত্যুর বাস্তবতা ও স্মরণ সম্পর্কে গুরত্বপূর্ণ বক্তব্যে রাখেন।

জানাযা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের নব নির্বাচিত স্পিকার শাফি আহমদ চৌধুরী, ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, ইস্ট লন্ডন মসজিদের ইমাম মাওলানা আবুল হুসেইন খান, মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা শাহ মুহাম্মদ আনাস, মাওলানা ফয়েজ আহমদ, ইষ্টলন্ডন মসজিদের ডাইরেক্টর দেলোয়ার হোসেন খান, কমিউনিটি ব্যক্তিত্ব কে, এম আবু তাহের চৌধুরী, মরহুমের মামা কবি দবিরুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মাহবুব রাহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইছীর মাহমুদ, নেছার আহমদ, শাহিদুর রাহমান বর্মিংহাম, সূহেল মিয়া, সাবেক জনমত সম্পাদক নবাব উদ্দীন, মাওলানা আব্দুল মজীদ, বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী, মাওলানা হেলাল উদ্দীন, ইমাম মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মওদুদ হাসান, ইউরোপ জমিয়তের সেক্রেটারি জেনারেল মুফতি মওসূফ, ইউকে জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা শাহ মীজানুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি জেনারেল মুফতি সালেহ আহমদ, ইউকে জমিয়তের কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, কাউন্সিলর আবদাল উল্লাহ, মাওলানা মাসূম আহমদ কৌড়িয়া, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ ও হাফিজ জিয়া উদ্দিন, মাওলানা সালমান বাঘা ও মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য আগামী ১২ জুন রবিবার বিকেল সাত ঘটিকার পূর্ব লন্ডনের এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদ মিলনায়তনে আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি ইউকে জমিয়ত নেতৃবৃন্দের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।