আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার ধারে-কাছেও নেই: ড. মোমেন
বিশেষ সংবাদদাতা :

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দেয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে আমি ধারে কাছেও নাই। এগুলো ডাহা মিথ্যা। মন্ত্রী আরো বলেন, আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। আমি স্থিতিশীলতার কথা বলেছি। সবদিকে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমি এগুলো নিয়ে কথা বলেছি।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।




