ভিকি কৌশলকে বিয়ে করার আসল কারণ জানালেন ক্যাটরিনা

Published: 8 September 2022

পোস্ট ডেস্ক :

ভিকি কৌশলকে বিয়ে করার আসল কারণ জানালেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

অ- অ অ+

কফি উইথ করণের সাম্প্রতিক একটি পর্বে ক্যাটরিনা কাইফ উপস্থিত হয়েছিলেন তাঁর আসন্ন সিনেমার সহ অভিনেতা ইশান কাট্টার ও সিদ্ধার্থ চতুর্বেদির সঙ্গে। সেই অনুষ্ঠানেই করণের একটি প্রশ্নের জবাবে ক্যাটরিনা তাঁর স্বামী ভিকি কৌশল ও তাদের বিয়ের বিষয়ে কথা বলেন।

kalerkanthoভিকি-ক্যাটের বিয়ের ছবি

ভিকিকে কেন পছন্দ করল ক্যাটরিনা, এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা কাইফ তাঁর স্বামী ভিকি কৌশলের প্রশংসা করেন এবং করণকে বলেন, কিভাবে ভিকি কৌশল তাকে বিয়ে করতে রাজি করেছিলেন! নিজের বিয়ের বিষয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমার মন ছুঁয়েছে তা হল ভিকি যেভাবে তাঁর পরিবারের সঙ্গে আছে, এটি খুব অবিশ্বাস্য। সানি, তাঁর মা এবং তাঁর বাবা, সবাই একত্রে।

বিজ্ঞাপন

এই বন্ধনটা অসাধারন! 

kalerkanthoবিয়ের পর হানিমুনে তোলা ছবিতে ভিকি-ক্যাট জুটি

তিনি আরো উল্লেখ করেছেন যে, সম্পর্কের শুরুতে ভিকি অনেক সীমাবদ্ধ ছিল কিন্তু এটি তাকে কখনই বিরক্ত করেনি। কারণ একটি চিন্তা যা তাঁর মনে সর্বদা নাড়া দিত সেটি হল, যদি ভিকি তাঁর পরিবারকে এই ধরনের সম্মান, আনুগত্য এবং গুরুত্ব দেন তবে একই ধরনের সম্মান, আনুগত্য এবং গুরুত্ব সে ক্যাটরিনাকেও দেবে, যখন তারা বিয়ে করবে।

kalerkanthoসম্প্রতি তোলা ছবিতে বলিউড আইকন ক্যাটরিনা

তিনি আরো বলেছেন, ‘‘ভিকির নীতি এবং মূল্যবোধগুলো এত শক্তিশালী যা আমার কাছে অপ্রতিরোধ্য ছিল। এটি আমার প্রথম সম্পর্ক নয়। তাই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি, সেসব আমি জানি। গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুধুমাত্র ঝগড়া এবং মজা নয়, বরং আপনাকে দীর্ঘমেয়াদী সম্পর্কে নিয়ে যাবে এমন কিছু। ’’

স্বামীর প্রশংসায় ক্যাটরিনার কথাগুলো শুভাকাঙ্ক্ষীদের মুখে হাসি এনে দিয়েছে। নতুন এই তারকা দম্পতির জন্য সকলেই শুভকামনা জানিয়েছেন। এই তারকা জুটির সফলতাও কামনা করছন ভক্তবৃন্দরা।