ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছেছে রানীর কফিন

Published: 19 September 2022

পোস্ট ডেস্ক :


ওয়েস্টমিনস্টার হল থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃতদেহ পৌঁছেছে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। বিশ্ববাসী তাকিয়ে আছে তার শবদেহ বহনকারী ‘বিয়ারার পার্টির’ দিকে। ‘স্টেট গান ক্যারিজ’ থেকে তারা রানীর মৃতদেহ তুলে তা সার্ভিস বা প্রার্থনা অনুষ্ঠান ও বাকি আনুষ্ঠানিকতার জন্য বহনের জন্য দায়বদ্ধ। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানীর কফিন রাখা হবে কেন্দ্রীয় বেদীতে। তারপর শুরু হওয়ার কথা আনুষ্ঠানিকতা। রানীর কফিন ত্রয়োদশ শতাব্দীর চার্চে পৌঁছার সঙ্গে সঙ্গে দু’হাজার অতিথিমণ্ডলী দাঁড়িয়ে যান। সমস্বরে এ সময় সবাই গাইতে থাকেন ‘আই অ্যাম দ্য রিসারেকশন অ্যান্ড দ্য লাইফ’। গাওয়া হয় ধর্মগ্রন্থের প্রথম ৫ লাইন, যা সেন্টেন্সেস নামে পরিচিত। অষ্টাদশ শতাব্দী থেকে প্রতিটি রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে তা গাওয়া হয়।