মারা গেছেন প্রভাবশালী ধর্মীয় নেতা ইউসুফ-আল-কারযাভী
পোস্ট ডেস্ক :

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ ইউসুফ-আল-কারযাভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মিশরীয় ধর্মীয় নেতা কারযাভী কাতারে বসবাস করতেন।
সোমবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
কারযাভী মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার নামের সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিনি।
২০১৩ সালে মুসলিম ব্রাহারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাতাহ আল সিসি।
কারযাভী আব্দুল ফাতাহ আল সিসির একজন কঠোর সমালোচক ছিলেন।
এ কারণে ২০১৩ সালের পর আর নিজ দেশ মিশরে ফিরতে পারেনি ইউসুফ-আল-কারযাভী।
এর আগে ২০১১ সালে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে নির্বাসিত জীবন-যাপন করতে হয়েছিল তাকে।
কারযাভীকে তার অনুপস্থিতিতেই মিশরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা




