বিশ্বকাপে করোনা পজিটিভ হলে…

Published: 16 October 2022

পোস্ট ডেস্ক :


করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শুরুর দিকে পুরো বিশ্বই থমকে গিয়েছিল। লাশের মিছিল দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল মানুষ।

এমনকি নিজের রক্তের সম্পর্কের কারো করোনা হলে দেখতে যাওয়া তো দূরে থাক, করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর লাশ দাফনেও অংশ নেননি অনেক নিকটাত্মীয়।

বৈশ্বিক করোনার কারণে মাঠের খেলাও বেশ কিছু দিন বন্ধ ছিল। তবে পরিস্থিতি দিনদিন স্বাভাবিক হওয়ার পর ফের মাঠে গড়ায় খেলা। তখন কঠোর নিয়ম মেনে চলতে হতো। খেলা শুরু আগে ক্রিকেটার এবং টিম অফিসিয়ালদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো।

শুধু তাই নয়, টুর্নামেন্ট শেষে দেশে ফেরার পরও ক্রিকেটার এবং প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে থাকতে হয়েছে হোম কোয়ারেন্টিনে।

তবে সেই কঠোরতা এখন শুধুই অতীত। এখন ডর-ভয় অনেকটাই কেটে গেছে। তাইতো রোবরার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনার রীতি-নীতি শিথিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতদিন করোনা আক্রান্ত প্লেয়ারকে কোয়ারেন্টিনে যেতে হতো। রিপোর্ট নেগেটিভ হলেই মাঠে ফেরার অনুমতি মিলত। তবে এখন করোনা আক্রান্ত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সমস্যা নেই প্লেয়ারদের। যদি তারা শারীরিকভাবে ফিট থাকেন- এমনটাই আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে না। যদি কোনও ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ দেখা যায় তাহলে তাকে পরীক্ষা করা হবে। করোনা টেস্টে পজিটিভ হলে সেই ক্রিকেটার খেলবেন কি না তা নির্ভর করছে সংশ্লিষ্ট দলের চিকিৎসকদের উপর। যদি সেই ক্রিকেটার খেলেন তাহলে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। তিনি কারও সংস্পর্শে আসতে পারবেন না। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে কোনও বাধা নেই।