দুই ওপেনারের টর্নেডো ইনিংসে বড় সংগ্রহ পেল নিউজিল্যান্ড
পোস্ট ডেস্ক :
প্রথমে অসি বোলারদের তুলোধোনা করলেন ফিন অ্যালেন। পরে সে দায়িত্ব নিলেন ডেভন কনওয়ে।
আর দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে মাত্র ৩ উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।
৩ ছক্কা আর ৫ বাউন্ডারিতে মাত্র ১৬ বলে ৪৬ রান করে আউট হয়েছেন কিউই ওপেনার ফিন অ্যালেন।
আরেক ওপেনার কনওয়ে তো আরেক কাঠি সরেশ। ২ ছক্কা আর ৭ বাউন্ডারিতে মাত্র ৫৮ রানে ৯২ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। এক কথায় অ্যালেন সাইক্লোন হলে কনওয়ে ছিলেন ১০ নম্বর বিপদ সংকেতের ঝড়।
বিশ্বকাপের সুপারটুয়েলভ পর্বের প্রথম খেলায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী চেহারায় হাজির হয়েছেন ফিন অ্যালেন। কামিন্স-স্টার্কদের তুলোধোনো করে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুলেছে কিউইরা। ওভারপ্রতি রান ১০.৮৩!
পঞ্চম ওভারের প্রথম বলে জশ হ্যাজেলউডকে তেড়েফুড়ে মারতে গিয়ে বোল্ড হয়েছেন ফিন অ্যালেন। ডেভন কনওয়ের সঙ্গে ফিনের ২৫ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে।
১১তম ওভারের প্রথম বলে স্টইনিসকে ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ ১০০ পার করেন ফিনের পরে নামা কেন উইলিয়ামসন।
১৩তম ওভারে কনওয়ের সঙ্গ ছাড়েন কিউই অধিনায়ক। আডাম জাম্পার স্পিনে এলবিডব্লিউ হওয়ার আগে উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে আসে ২৩ বলে ২৩ রানের ধৈর্যশীল ইনিংস। কনওয়ে- উইলিয়ামসনের ৫৬ রানের জুটি গড়েছেন।
অধিনায়কের বিদায়ের পর ফিলিপকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কনওয়ে। ১৬তম ওভারের শেষ বলে হ্যাজেলউডে বাউন্সারে কুপোকাত হন ফিলিপ। ব্যক্তিগত ১২ রানে কট এন্ড বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
১৬ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৫২ রান। শেষ ৪ ওভারে জিমি নিশামকে সঙ্গে নিয়ে ৪৮ রান যোগ করেছেন কনওয়ে। ১৩ বলে ২৬ রানের অপরাজিত থাকেন নিশাম।