যৌতুক না পেয়ে বিয়ের আসরে ভাংচুর, বর পলাতক

Published: 26 November 2022

পোস্ট ডেস্ক :


রাজধানীর পল্লবীতে যৌতুক না পেয়ে বিয়েবাড়িতে ভাংচুর ও কনেপক্ষের লোকজনকে পিটিয়ে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর।

শুক্রবার রাত ১১টায় পল্লবীর ১২ নম্বরের মোড়াপাড়া ক্যাম্পে ঘটনাটি ঘটে। বরপক্ষের লোকজনের বেধড়ক পিটুনি খেয়ে কনেপক্ষের বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আর বিয়ে ভেঙে যাওয়ায় কনে অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় কনের মা পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, আমার মেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বিবাদী মেরাজ আমার মেয়েকে দেখে পছন্দ করে। এ জন্য চলতি মাসের ২৫ তারিখ বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। এ জন্য মহল্লার লোকজন ও আত্মীয়স্বজনদের বিয়ের দাওয়াত দেই। আর ছেলের বাড়িতে কাঠের খাট, কাঠের ওয়্যারড্রব, জাজিম, বালিশ, কম্বল, হাঁড়িপাতিলসহ মার্কেট করার জন্য নগদ ১৭ হাজার টাকা দেই। বুধবার আমার মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানও করি।

গতকাল বরপক্ষ কনের বাড়িতে আসে। এ অনুষ্ঠানের জন্য দুই লাখ টাকা খরচ করে খাবারের আয়োজন করি। গতকাল রাতে বিবাদী মেরাজ ৭০-৭৫ জন মেহমান নিয়ে বিয়েবাড়িতে আসে। বিবাদীর সঙ্গে যৌতুকের কোনো কথা না থাকা সত্ত্বেও বিবাদী মেরাজ বিয়েবাড়িতে এসে আমার কাছে এক লাখ টাকা যৌতুক চায়। এ নিয়ে বিবাদীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ যৌতুক না পেলে আমার মেয়েকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এরপর তারা বিয়েবাড়িতে ভাংচুর চালিয়ে আয়োজন ভণ্ডুল করে। তারা রান্না করা খাবার ছুড়ে মারে। আর আমাদের লোকজনকে পিটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিয়ে ভেঙে যাওয়ায় আমার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, বিয়েবাড়িতে একটি মারামারি ঘটনা ঘটেছে। ভুক্তভোগী থানায় অভিযোগ জমা দিয়েছেন। তারা চাইলে মামলা করতে পারে।