কক্সবাজার শহিদ মিনারে ‘বাংলা পোস্ট’ পরিবারের পুস্পস্তবক অর্পণ

Published: 17 December 2022

স্টাফ রিপোর্টার :


কক্সবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপণ করা হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শহীদানদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।


এদিকে কক্সবাজারে এবার বিজয় দিবসে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে ব্রিটেনের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ” বাংলা পোস্ট”। পত্রিকাটির পক্ষ থেকে শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বাংলাদেশের কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ‘বাংলা পোস্ট’ এর অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান। এ সময় সাথে ছিলেন কক্সবাজার সদর থানার পুলিশ ইন্সপেক্টর মহিউল ইসলাম এবং ‘বাংলা পোস্ট’ চেয়ারম্যানের নাতনি ও বিশিষ্ট সমাজকর্মী মাসুমা আক্তার জলি।