কক্সবাজারে “অরগানাইজেশান ফর দি রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দি ইউনাইটেড নেশনস”র পুস্পস্তবক অর্পণ

Published: 17 December 2022

স্টাফ রিপোর্টার :


বিজয় দিবস উপলক্ষে “অরগানাইজেশান ফর দি রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দি ইউনাইটেড নেশনস” এর পক্ষ থেকে শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।


বাংলাদেশের কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ‘অরগানাইজেশান এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান। সাথে ছিলেন কক্সবাজার সদর থানার পুলিশ ইন্সপেক্টর মহিউল ইসলাম এবং উক্ত অরগানাইজেশানের সিলেট বিভাগীয় কমিটির মহিলা সম্পাদিকা ও বিশিষ্ট সমাজসেবি মাসুমা আক্তার জলি।