কুলাউড়ার সেই জঙ্গি আস্তানা এলাকায় আত্মগোপনে থাকা ১৭ জঙ্গি আটক
বিশেষ সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা ১৭ জঙ্গি জনতার হাতে আটক হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাদেরকে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় সিএনজি চালিত অটোরিকশাযোগে ওই এলাকা ত্যাগের সময় জনতা আটক করে। তাদেরকে কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে। আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার টিম প্রধানসহ ১৭ জন সদস্য । বিষয়টি নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ
এর আগে গত শনিবার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের একটি দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা “অপারেশন হিলসাইড” পরিচালনা করে ৪ জন পুরুষ জঙ্গি ও ৬ জন নারী জঙ্গীকে আটক করা হয়। এসময় ওদের তিন শিশুকে হেফাজতে নেয়া হয়। জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি, ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।