ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ, অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার তাগিদ

Published: 29 October 2023

পোস্ট ডেস্ক :


রাজধানী ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইইউ। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সরকারসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের তাগিদ দেয়া হয়েছে।
রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হতাহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তরফে সহানুভূতি প্রকাশ এবং নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান আরও স্পষ্ট করা হয়।

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয় প্রচারিত ওই বার্তায় বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন এবং এর সদস্য দেশগুলো রাজধানীর রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া।