সৌদিতে প্রেমিকা নিয়ে আমুদেই আছেন রোনাল্ডো

Published: 15 December 2023

পোস্ট ডেস্ক :


পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে সৌদি আরবে আমুদেই আছেন। দেশটির প্রাচীন শহর আলউলা ভ্রমণ করেছেন তারা। বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ এখানে অবস্থিত।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া হেগরার অবস্থান এই শহরেই। জীবন্ত এই জাদুঘরে নাবাতিয়ান সভ্যতার রহস্য লুকিয়ে রয়েছে। কেমন ছিল দুইশ বছরের প্রাচীন এই সভ্যতা। তার নির্দশন এখানে উঠে এসেছে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রোনাল্ডোর সঙ্গে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া হেগরার সফরের ছবি ও ভিডিও শেয়ার করেছেন জর্জিনা।

সেখানে তিনি লিখেছেন, সৌদি আরবে বিশ্ব ঐতিহ্য আলাউলে অবস্থিত বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ পরিদর্শনে আমরা। সেখানে নৈশভোজ করেছি। সময়টা বেশ উপভোগ করেছি।

তিনি আরও লেখেন— আলাউলা শান্তি ও ভালোবাসার প্রতীক।

এর আগে বুধবার আল-নাসর তারকা রোনাল্ডো একটি ছবি পোস্ট করে লিখেছেন—আলাউলায় অসাধারণ মানবিক ও প্রাকৃতিক ঐতিহ্য দেখে বিস্মিত।

রোনাল্ডো আল-নাসর ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর গত বছর জানুয়ারিতে এই দম্পতি সৌদি আরবে চলে যান।