হবিগঞ্জে নৌকা ২, স্বতন্ত্র ২

Published: 8 January 2024

হবিগঞ্জ সংবাদদাতা :


সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট শেষে বেসরকারি ফলাফলে হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ২ জন এবং স্বতন্ত্র ঈগল প্রতীকে ২ জন বিজয়ী হয়েছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে দিনভর প্রচেষ্টার পরও কেন্দ্রে আশানুরূপ ভোটার যায়নি। অনেকগুলো কেন্দ্রে ১০% এরও কম ভোট কাস্টিং হয়েছে। কেন্দ্রগুলো ফাঁকা দেখে প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কমকর্তারাও হতাশা ব্যক্ত করেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন-

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুকে (লাঙ্গল) হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) বিজয়ী হন। নির্বাচনী এলাকার বাহুবল উপজেলায় বেসরকারি ফলাফলে কেয়া চৌধুরী ৩৪ হাজার ২৮ ভোট এবং মুনিম বাবু ৭ হাজার ২৯৩ ভোট পেয়েছেন। নবীগঞ্জ উপজেলায় ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ঈগল ২৮ হাজার ৯৪৫ ভোট এবং লাঙ্গল পেয়েছেন ১৬ হাজার ৪৯৪ ভোট। বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন কেয়া চৌধুরী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার।

 

হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জ) আসনে ৩ বারের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান এবার ঈগল প্রতীক নিয়ে পরাজিত হন। নৌকা প্রতীকে বিজয়ী হন প্রয়াত সর্বদলীয় নেতা এমপি এডভোকেট শরীফ উদ্দিন আহমদের ছেলে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

সবশেষ প্রাপ্ত ফলাফলে ১০১টি কেন্দ্রে নৌকা ৭৪ হাজার ৮৫১ এবং ঈগল ৩২ হাজার ৯৪ ভোট। এ আসনে ১৫০টি কেন্দ্র, মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে নৌকার সঙ্গে কোনো শক্তিশালী প্রার্থী ছিল না। এ আসনে ৩ বারের এমপি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির চতুর্থ বারের মতো বিজয়ী হয়েছেন। প্রভাবশালী এ নেতার বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেনি। কাগজে কলমে কয়েকজন প্রার্থী হলেও তাদের প্রচার-প্রচারণা পরিলক্ষিত হয়নি। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৬৮১ জন। কেন্দ্র সংখ্যা ১৩১টি।

হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনের বর্তমান এমপি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়ে চমক দেখিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। নির্বাচনী প্রতীক ঈগল নিয়ে বিজয়ী হন তিনি। সবশেষ প্রাপ্ত তথ্যে নৌকা ৩০ হাজার এবং ঈগল পেয়েছে ১ লাখ ৭০ হাজার। এখানে ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন।