মাছের বাজারে ঢুকে পড়ল প্রাইভেটকার, ৩ ব্যবসায়ী নিহত

Published: 27 January 2024

বিশেষ সংবাদদাতা :


গাইবান্ধার গোবিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর বাজারে ঢুকে পড়ায় ৩ জন মাছ ব্যবসায়ী নিহত ও ৫ আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫), একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৫) ও আজিজুল হক (৪৪ )। তারা ধর্মপুর মাছ বাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) দ্রুতগতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মাছ বাজারে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুঘর্টনার পর পরই পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেটকারটি থানায় আটক রয়েছে।