পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে
পোস্ট ডেস্ক :
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি, পাশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সভাপতিত্ব করছেন।
খবরে বলা হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আসিফ আলি জারদারি ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ ছাড়া পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি এবং সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার-সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও ভোট দিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে বিকেল ৪টা পর্যন্ত।