মধুর ঈদ
মধুর ঈদ
শফি আহমেদ
আজ ঈদের এই অনাবিল আনন্দঘন
মধুর লগন খানি
কণায় কণায় উঠুক ভরি।
স্তব্ধ চাঁপার তরু গন্ধ ভরে
ঘরে বাহিরে যাক বয়ে হাওয়া দখিনি
নবীন পাতায় মৃদুমন্দ নাচি
আকাশ নীলা ফিরোজা আল্পনা আঁকি।
আবাল-বৃদ্ধ-বনিতা বিশ্বজনে
তুখোড় উল্লাসে বাঁধ ভাঙি
উচ্ছ্বসিত হোক ঈদের খুশি।
আজ ঐ অফুরান পুন্য ভারে ভারী
প্রথম আলোর সাতরঙা আলোঘর খানি
মৌটুসি শালিক তোতা আর কোকিলাদের
মধুময় ঈদের মিষ্টি মাখা কুজনে উঠুক মাথি
ধূলিধূসর ধরায় এমন অনাবিল আনন্দ ভাগাভাগি
তাই দেখি আজ সাত আসমানের সব দোয়ার গেছে খুলি!