বড় ভাইয়ের রডের আঘাতে সিলেটে ছোট ভাই খুন !
সিলেট অফিস :
বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। ভূমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে এ খুনের ঘটনা। নির্মম এ ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিয়াগুল গ্রামে। আজ শনিবার বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলীর (৪৫) হোসেন আহমদের পূত্র। ঘটনার ঘাতক বড় ভাই রুহুল আমিন পলাতক। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
জানা গেছে, ইব্রাহীম ও রুহুলের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ দীর্ঘদিনের। আজ বিকেলে এ নিয়ে কাটাকাটিতে লিপ্ত হন দুই ভাই। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই রুহুল আমিন একটি রড দিয়ে আঘাত করে ছোট ভাই ইব্রাহিমকে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।