পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন শাকিরা
পোস্ট ডেস্ক :
বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন পপ তারকা শাকিরা। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে এর সঙ্গে শাকিরার প্রেমের খবর বার বার শিরোনাম হয়েছে এক সময়। শেষমেষ দুই বছর আগে তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক বিনোদন মহল। পিকের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েন শাকিরা। সেই অবস্থা এখন কাটিয়ে উঠেছেন তিনি। তবে সেই সময়ে তিনি যে দুঃখ-কষ্ট সহ্য করেছিলেন, তা ভুলে যাননি।
বহুল আলোচিত ওই বিচ্ছেদের দুই বছর পরে সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেছেন এই সঙ্গীত শিল্পী। পিকের সঙ্গে বিচ্ছেদকে নিজের জীবনের ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করে শাকিরা বলেন, ‘আমি যে কষ্ট অনুভব করেছি, তা সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল এবং এটি আমাকে মাঝে মাঝে স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেয়।’
জনপ্রিয় এই পপ তারকা বলেন, ‘মনে হচ্ছিল কেউ আমার বুকে ছুরি মেরে ছিদ্র করে দিয়েছে এবং তার অনুভুতিটা ছিল একেবারেই বাস্তব, অনেকটাই শারীরিক। আমি শারীরিকভাবেই অনুভব করতাম যেন কেউ আমার বুকে একটি ছিদ্র করে রয়েছে এবং মানুষ আমাকে দেখলেই তা বুঝতে পারবে।’
এর আগে ২০২৩ সালে শাকিরা জানিয়েছিলেন, তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে। শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে। সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই ছিলেন শাকিরা। গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেন শাকিরা।
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা। যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল। বিশ্বকাপ আসরে এই গান গাইতে গিয়ে পরিচয় হয়েছিল পিকের সঙ্গে। এরপর এক ছাদের নিচে তাদের বসবাস ১১ বছর। ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা।