জয় পেলেন আপসানা ও রুপা হক

Published: 5 July 2024

পোস্ট ডেস্ক :


যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক এবং আফসানা বেগমেরও জয়ের খবর পাওয়া গেছে। তারা লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন।

বৃটিশ সরকারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারের নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন রুপা হক। তিন মোট গণনাকৃত ভোটের ৪৬ দশমিক ৮ শতাংশ পেয়েছেন।

লেবার পার্টির মনোনয়নে ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রুপা হক। এরপর টানা তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এবারও লেবার পার্টির টিকিটেই জয়লাভ করেছেন।

২০১৬ সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রুপা হক। তাকে সর্বদলীয় সংসদীয় মিউজিক গ্রুপের ভাইস চেয়ার এবং ক্রসরেলের সর্বদলীয় সংসদীয় পদে নিযুক্ত করা হয়েছিল।

এদিকে, পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে জয়লাভ করেছেন আপসানা বেগম। প্রতিপক্ষকে ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এই আসনটিতে নির্বাচিত হয়েছেন তিনি। আপসানার নিকটতম প্রতিদ্বন্দী গ্রীন পার্টির নাটালি পেয়েছেন ৫৯৭৫ ভোট। আপসানার সাবেক স্বামী এবং বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী এহতেশামুল হক ৪৫৫৪ ভোট পেয়েছেন। জয়ের পর তিনি এক্সে লেখেন, ‘পুনর্নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত।’