নতুন প্রধানমন্ত্রীকে ঋষি সুনাকের অভিনন্দন

Published: 5 July 2024

পোস্ট ডেস্ক :


ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৬৫০ আসনের পার্লামেন্টের ৫ শতাধিক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেছে লেবার পার্টি। লেবার পার্টির এই জয় মেনে নিয়ে দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি নিজে এই নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। এ সময় তিনি বলেন, এটি তাঁর দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।

সমর্থন দেওয়ার জন্য সুনাক তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময়, লেবার পার্টি জিতেছে বলেও জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারতে যাচ্ছে। জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে পারে। আর কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩১টি আসন। সর্বশেষ ঘোষিত ফলাফল অনুসারে, লেবার পার্টি এরই মধ্যে ৩৭৩টি আসন পেয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৯০টি আসন।

বিবিসি জানিয়েছে, লেবার পার্টি জিতলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০ টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।