প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রতিশ্রুতি দিলেন বৃটেনকে গড়ে তোলার

Published: 5 July 2024

পোস্ট ডেস্ক :


বাকিংহাম রাজপ্রাসাদে রাজা চার্লসের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এরমধ্যে দিয়ে তিনি কনজারভেটিভ দলের নেতৃত্ব থেকেও পদত্যাগ করলেন। বাকিংহাম রাজপ্রাসাদে রাজার সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনা হয়। তারপর রাজাপ্রাসাদ থেকে পতাকাবিহীন একটি কালো গাড়িতে বেরিয়ে যান ঋষি সুনাক। এরপর রাজপ্রাসাদে প্রবেশ করেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। রাজার সঙ্গে একান্ত বৈঠকে তিনি সরকার গঠনের অনুমতি চান। রাজা চার্লস তাকে সেই অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের কথা জানানো হয়। তারপরই তিনি ছুটে যান ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে।

সেখানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত এই বাসভবনে। তার আগে তিনি ১০ ডাউনিং স্ট্রিটের অনেকটা আগেই গাড়ি থেকে নেমে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে করমর্দন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার।
ডাউনিং স্ট্রিটের সামনে দীর্ঘ সময় অপেক্ষমাণ জনতা, সাংবাদিক ও রাজনীতিকদের সঙ্গে বেশ কিছু সময় কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। এরপর প্রথম ভাষণে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানান। বৃটেনকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পরিবর্তন আনার কথা বলেন সব খাতে। তিনি প্রতিশ্রুতি দেন একটি উন্নত ভবিষ্যতের। বলেন, সবাইকে নিয়ে সামনে অগ্রসর হতে চান। দেশের প্রতিটি মানুষকে সম্মান দেখানো হবে। ভোটাররা যে বিশাল রায় দিয়েছেন তার প্রতি দায়িত্বশীল থাকবেন। তিনি বলেন, দেশ প্রথম। দল দ্বিতীয়। ওদিকে ঋষি সুনাকের বিদায় এবং নতুন প্রধানমন্ত্রীর অভিষেক উপলক্ষ্যে বাকিংহাম রাজাপ্রাসাদের বাইরে সকাল থেকে বিপুল পরিমাণ উৎসুক দর্শনার্থীর ভিড় জমে। ঋষি সুনাক পদত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময় হাত নাড়িয়ে তাকে বিদায় জানান তারা। একইভাবে কিয়ের স্টারমারের আগমনে উল্লসিত হয়ে ওঠেন। বৃষ্টি উপেক্ষা করে তাকে অভিনন্দন জানান তারা। এর মধ্য দিয়ে দুই বছরের কম সময়ের মধ্যে বৃটেন চতুর্থ প্রধানমন্ত্রী পেল। এখন কিয়ের স্টারমারের সামনে কাজ হলো নতুন মন্ত্রিসভা গঠন করা।