রাবিতে ছাত্রলীগের কক্ষ থেকে ৩টি পিস্তল ও ৬টা রামদা উদ্ধার

Published: 16 July 2024

পোস্ট ডেস্ক :


ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এছাড়াও হলে হলে গিয়ে ছাত্রলীগের ব্লকগুলোতে যেসব রুম আছে সেগুলো ভাঙচুর করেছেন তারা। এ সময় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির কক্ষ এবং দপ্তর সেল থেকে তিনটি পিস্তল, ছয়টি রামদা, ১০-১৫টি মদের বোতলসহ কয়েকটি রড উদ্ধার করেছেন তারা। উদ্ধারকৃত এসব অস্ত্রগুলো রাবি প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলে জানান শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের হাত থেকে প্রতিরোধের জন্য সকলেই লাঠিসোঁটা হাতে বের হোন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিল দিতে থাকেন। এক পর্যায়ে, ছাত্রলীগ নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে পালাতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে হলে যান তারা। সেখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন তারা। এর আগে, ছাত্রীদের হলের সামনে গিয়ে নারী ছাত্রীদের নিয়ে হল থেকে বের করে নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ দিকে বঙ্গবন্ধু হলের নিচে থাকা প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, এগুলো তারা করেননি। ছাত্রলীগের নেতাকর্মীরাই করেছেন।’