ইউকে বার্মিংহামে মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর হাতে ইসলাম গ্রহণ করেছেন একজন যুবক
যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের খতীব, ও সাবেক গোলাপগন্জ মীরগঞ্জ আলিয়া মাদরাসার আরবী প্রভাষক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন খ্রীস্টান যুবক। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) এর দিনে বার্মিংহাম টাউন সেন্টার এক হলে তাকে শাহাদাহ পাঠ করান।
এসময় সে খ্রীষ্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবূল করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। পরে মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী উপস্থিত অন্যান্যদের নিয়ে নব মুসলিমের জন্য বিশেষ মুনাজাত করেন এবং মিঃ সারজো লিওটা নামের এ যুবকের ইসলাম পরবর্তী নাম রেখে দেন আব্দুল্লাহ।
সকলে এই নব্য মুসলিম যুবকের জন্য দোয়া করবেন ।