ইতালিতে ভেঙে পড়ল বাড়ি, একই পরিবারের নিহত ৩

Published: 23 September 2024

পোস্ট ডেস্ক :


ইতালির নেপলসে রোববার (২২ সেপ্টেম্বর) একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বয়স ছয় বছর এবং আরেকজনের বয়স চার বছর।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছয় বছরের পুত্র সন্তান এবং চার বছরের কন্যা সন্তানের সঙ্গে তাদের মায়েরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাবা এবং তার দুই বছরের পুত্র সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাবার অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, এখনো ধ্বংসস্তূপে শিশুদের দিদা আটকে আছেন। তবে যত সময় যাচ্ছে ততই তার বেঁচে থাকার সম্ভাবনা কমছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর সময়েও বাড়ির বিভিন্ন অংশ খসে খসে পড়ছে। সেই কারণে দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে ওই শিশুদের দিদা এখনো বেঁচে আছেন বলেই কোনো কোনো উদ্ধারকর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। গ্যাস লিকের আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে পুরো ঘটনাটি ঘটল, তা এখনো স্পষ্ট নয়।

শিশুদের দিদা ছাড়া ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।