ছাতকের আলোচিত ইউপি চেয়ারম্যান বিল্লাল গ্রেফতার

Published: 4 October 2024

সিলেট অফিস :


সুনামগঞ্জের ছাতকের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলোচিত সেই ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর কোতয়ালি থানা এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিল্লাল ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মৃত খয়রুল ইসলামের ছেলে। তিনি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের চাচাত ও ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শুক্রবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেলে দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল যুগান্তরকে জানান, সিলেট মহানগরীর শাহপরান থানার একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লাল আহমদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।