নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭
পোস্ট ডেস্ক :
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জিগাওয়া প্রদেশে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৪৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে জিগাওয়া প্রদেশের মাজিয়া গ্রামে বিস্ফোরণটি ঘটে। ভুক্তভোগীদের অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে ট্যাংকারটির পাশে জড়ো হয়েছিলেন। জিগাওয়া পুলিশের মুখপাত্র শিইসু লওয়ান অ্যাডাম বলেছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একটি খাদে পড়ে যায়, এরপর সেখানে এই দুর্ঘটনা ঘটে। তিনি এ বিস্ফোরণকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। কানু প্রদেশ থেকে ইয়োবে প্রদেশের নেগুরু শহরে যাওয়ার পথে ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। সেখানকার স্থানীয় জনগণ ‘অতি উৎসাহী’ হয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গেলে পুলিশের সদস্যরা তাদের থামানোর চেষ্টাও করেছিলেন। স্থানীয় বাসিন্দারা নিহতদের শেষকৃত্যে অংশ নিতে সমবেত হয়েছিলেন। পুলিশের মুখপাত্র অ্যাডাম জানান, শেষকৃত্য শেষে নিহত সবাইকে গণকবরে সমাহিত করা হয়েছে।