টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
পোস্ট ডেস্ক :
পর্যটকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালের কণ্ঠ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটক আলী আহসানের লাশ উদ্ধার করেছেন তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাওরটির ওয়াচ টাওয়ার এলাকা তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে হাওরটির ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী নৌযান থেকে গোসলের জন্য পানিতে নেমে আহসান নিখোঁজ হন। গোসলে নামার সময় তিনি লাইফ জ্যাকেট ব্যবহার করেননি।
আহসান জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৬ জন চাকরিজীবী বিলাসবহুল একটি হাউসবোট নিয়ে আজ দুপুরে টাঙ্গুয়ার হাওর এলাকায় ঘুরতে আসে। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।