কমালার প্রচারণায় ওবামা যা বললেন

Published: 20 October 2024

পোস্ট ডেস্ক :


প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিসের পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কমালা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজের সমর্থনে এক র‌্যালিতে ওবামা সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ও এবারের রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, রিপাবলিকান প্রার্থী শুধু নিজের অহমিকা, অর্থ এবং স্ট্যাটাসের কেয়ার করেন। নেভাদার সমাবেশে তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য প্রস্তুত। এটাই চাই আমরা। সুখবর হলো, এই দায়িত্বের জন্য প্রস্তুত কমালা হ্যারিস। তিনি এমন একজন নেতা, যিনি তার পুরো জীবন ব্যয় করেছেন জনগণের অধিকারের জন্য। তিনি এমন একজন মানুষ যিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কলেজে পড়াশোনাকালে খরচ জোগাতে তিনি কাজ করেছেন ম্যাকডোনাল্ডসে। তিনি সেই মানুষ, যিনি যুক্তরাষ্ট্রের মূল্যবোধে বিশ্বাস করেন। এ পর্যন্ত যত প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন তিনি তাদের মতোই দায়িত্বের জন্য প্রস্তুত। ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থীর প্রশংসায় ওবামা বলেন, হোয়াইট হাউসে তিনি (হ্যারিস) পাশে পাবেন মিনেসোটার গভর্নর অসাধারণ একজন কর্মকুশলী পার্টনার টিম ওয়ালজকে। তাকে আমি খুব পছন্দ করি। টিমও বর্ষীয়ান। তিনি একজন শিক্ষক। একজন ফুটবল কোচ। একজন শিকারি। একজন গভর্নর। এরপরই ডনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য রাখেন ওবামা। তিনি প্রশ্ন করেন, আপনারা কি মনে করেন ডনাল্ড ট্রাম্প কখনো তার জীবনের ধারা পরিবর্তন করেছেন? পয়েন্ট হলো যদি আপনারা কমালা এবং টিমকে নির্বাচিত করেন তাহলে তারা আপনাদের সমস্যার দিকে দৃষ্টি দেবেন। ওবামা বলেন, করোনা মহামারির পর যুক্তরাষ্ট্র উচ্চমূল্যের কারণে কঠিন সময় পার করছে। মার্কিনিরা জীবনের সঙ্গে কঠিন সংগ্রাম করছেন। তাই আমরা জানি এবারের নির্বাচন খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতার হবে। এই সঙ্কট আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। করোনা মহামারি দেখেছি আমরা। তা আমাদের ব্যবসা, সম্প্রদায়ের মারাত্মক ক্ষতি করেছে। এর ফলে উচ্চমূল্য দেখা দিয়েছে। তাতে পরিবারের বাজেটে টান পড়েছে। কিন্তু আমি বুঝি না, মানুষ কেন মনে করছে সেই অবস্থা থেকে ট্রাম্প তাদেরকে ভাল রাখবেন। এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ নেই। এমনটা শুধু তিনি নিজেই বলছেন।