সেলিব্রেটি শেফ শামীম’র রান্নার প্রশংসা করলেন লুসি রিগবি এমপি
স্টাফ রিপোর্টার:
8
ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়েগুলো বৃটেনের কারি লাভার্স সহ লোকাল কমিউনিটিতে সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্য ও মানবিক কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নর্থাম্পটন নর্থ আসনের লেবার পার্টির এমপি লুসি রিগবি বাংলাদশি খাবারের প্রশংসা করলেন। তিনি বলেন, বাংলাদেশি রেস্টুরেন্টের খাবার আমি খুব বেশী ভালো পাই। আমি সব সময় খাই।
ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিন তাজ সম্প্রতি পঁচিশ বছর পূর্তি পালন করেছে। এ প্রসঙ্গে লুসি রিগবি এমপি বলেন, আমাদের প্রিয় আরামিনতাজ রেস্টুরেন্ট ২৫ বছর পালন করেছে। আমি এ রেস্টুরেন্ট আসতে পেরে গর্ববোধ করছি। আরামিনতাজের ব্যবসায়িক সাফল্য কামনা করি। আরামিনতাজ এগিয়ে যাক সাফল্যের সাথে। রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর। রেস্টুরেন্টের খাবারের মানও অত্যন্ত সন্তুষ্টজনক।
লুসি রিগবি আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ শামীম চৌধুরীর হাতের খাবার খেয়ে খুব প্রসংসা করলেন। বলেন, শামীম চৌধুরী এক্সিলেন্ট শেফ। তার হাতের খাবার অসাধারণ।
লুসি রিগবি আরামিনতাজ রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া, হেড শেফ শামীম চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর শহীদ ইসলাম ও ডাইরেক্টর ডাজ ইসলাম দারা মিয়া।এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক।
রান্নার প্রশংসা করলেন লুসি রিগবি এমপি
স্টাফ রিপোর্টার: ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়েগুলো বৃটেনের কারি লাভার্স সহ লোকাল কমিউনিটিতে সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্য ও মানবিক কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নর্থাম্পটন নর্থ আসনের লেবার পার্টির এমপি লুসি রিগবি বাংলাদশি খাবারের প্রশংসা করলেন। তিনি বলেন, বাংলাদেশি রেস্টুরেন্টের খাবার আমি খুব বেশী ভালো পাই। আমি সব সময় খাই।
ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিন তাজ সম্প্রতি পঁচিশ বছর পূর্তি পালন করেছে। এ প্রসঙ্গে লুসি রিগবি এমপি বলেন, আমাদের প্রিয় আরামিনতাজ রেস্টুরেন্ট ২৫ বছর পালন করেছে। আমি এ রেস্টুরেন্ট আসতে পেরে গর্ববোধ করছি। আরামিনতাজের ব্যবসায়িক সাফল্য কামনা করি। আরামিনতাজ এগিয়ে যাক সাফল্যের সাথে। রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর। রেস্টুরেন্টের খাবারের মানও অত্যন্ত সন্তুষ্টজনক।
লুসি রিগবি আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ শামীম চৌধুরীর হাতের খাবার খেয়ে খুব প্রসংসা করলেন। বলেন, শামীম চৌধুরী এক্সিলেন্ট শেফ। তার হাতের খাবার অসাধারণ।
লুসি রিগবি আরামিনতাজ রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া, হেড শেফ শামীম চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর শহীদ ইসলাম ও ডাইরেক্টর ডাজ ইসলাম দারা মিয়া।এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক।