কানাডার ‘সাইবার হুমকির’ তালিকায় ভারতের নাম

Published: 3 November 2024

পোস্ট ডেস্ক :


সাইবার হুমকির তালিকায় এই প্রথম ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলো কানাডা সরকার। কানাডার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানো হতে পারে অভিযোগ তোলা হয়েছে।

চলমান কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে ন্যাশনাল সাইবার থ্রেট (এনসিটিএ) অ্যাসেসমেন্ট (২০২৫-২০২৬) রিপোর্টে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার পরে পঞ্চম স্থানে ভারতের নাম রয়েছে।

রিপোর্টে বলা হয়, সম্ভবত গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ভারতের স্পনসর করা এজেন্টরা কানাডা সরকারের নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সাইবার হুমকি সংক্রান্ত কার্যকলাপ পরিচালনা করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বছর আগে বলেছিলেন, ‘কানাডার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে ভারত সরকারের এজেন্টরা
বৃটিশ কলাম্বিয়ায় ২০২৩ সালের জুন মাসে কানাডিয়ান শিখ কর্মী হরদীপ সিং নিজ্জার হত্যার সাথে জড়িত ছিল।’

যার প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে খারিজ করে দিয়েছে। ওই রিপোর্টে কানাডায় ব্যক্তি ও সংস্থার মুখোমুখি সাইবার হুমকিগুলোকে হাইলাইট করা হয়। ৩০ অক্টোবর কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি (সিএসই) সাইবার নিরাপত্তা বিষয়ে ভারতের নাম ‘সাইবার হুমকির’ তালিকায় সম্পৃক্ত করে।

এনসিটিএ রিপোর্টে বলা হয়, ভারতের নেতৃত্ব প্রায় নিশ্চিতভাবেই দেশীয় সাইবার সক্ষমতাসহ একটি আধুনিক সাইবার প্রোগ্রাম তৈরি করতে চায়। ভারত সম্ভবত গুপ্তচরবৃত্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তাগুলো এগিয়ে নিতে সাইবার প্রোগ্রাম ব্যবহার করে।

রিপোর্টে আরও বলা হয়, ভারতের সাইবার প্রোগ্রাম সম্ভবত বাণিজ্যিক সাইবার বিক্রেতাদের ক্রিয়াকলাপ উন্নত করতে সাহায্য করে। রাষ্ট্র স্পনসর্ড সাইবার হুমকি সম্ভবত গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে কানাডা সরকারের নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কার্যকলাপ পরিচালনা করে।

২০১৮, ২০২০ ও ২০২৩-২৪ সালের জাতীয় সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে ভারতের নাম না থাকলেও ২০২৫-২৬ এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এই তালিকায় চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার নাম রয়েছে।