আসন ধরে রাখলেন দুই মুসলিম নারী

Published: 6 November 2024

পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস হেরে গেলেও দলটির দুই মুসলিম নারী প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন। কংগ্রেসের নিম্নকক্ষে পুনর্নির্বাচিত হয়েছেন আরব-আমেরিকান রাশিদা তায়েব ও আফ্রো-আমেরিকান ইলহান ওমর।

কংগ্রেসের একমাত্র ফিলিস্তিন-আমেরিকান সদস্য রাশিদা তায়েব। তিনি মঙ্গলবারের ভোটে মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পেয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো কংগ্রেস সদস্য হলেন রাশিদা।

সাবেক শরণার্থী ইলহান ওমর সোমালি-আমেরিকান। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট-অধ্যুষিত পঞ্চম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরতলি নিয়ে এই কংগ্রেশনাল ডিসট্রিক্ট গঠিত।