জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
পোস্ট ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ৩ অক্টোবর এই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত।
এ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করেন জামিন চান। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।