ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক

Published: 27 November 2024

আলহাজ হাফিজ সাব্বির আহমদ

 

চট্টগ্রামে ইসকন সন্ত্রাসী কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় নেতা আলহাজ হাফিজ সাব্বির আহমদ।

আজ বুধবার (২৭ নভেম্বর) ইনকিলাবে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত অ্যাডভোকেট আলিফের মৃত্যুতে আমি গভীর শোকাহত। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তাদের ভিনদেশি মিত্রদের ইন্দনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতারের পর তার অনুসারিরা যে তান্ডবলীলা শুরু হয়েছে তা প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম। তাদের এই গুন্ডামি ও আস্ফালন এখনই বন্ধ করে দিতে হবে। নতুবা এরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

ইসলামি ধারার বলিষ্ট কণ্ঠস্বর হাফিজ সাব্বির আহমদ আরো বলেন, ছাত্রজনতার সীমাহীন আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই কালবিলম্ব না করে ফ্যাসিবাদের দোসর ধর্মীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে দ্রæত নিষিদ্ধ করতে হবে। এক্ষেত্রে অন্তর্বতী সরকার দূর্বলতা দেখালে দেশ বিপন্ন হবে। তিনি দ্রæত অপরাধীদের গ্রেফতার করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে।