কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ

Published: 19 December 2024

পোস্ট ডেস্ক :


ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় রূপালি ব্যাংকের শাখায় হানা দেয়া অস্ত্রধারী তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। এসময় জিম্মি ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অক্ষত উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে আত্মসমর্পণ করে ডাকাতরা। পরে তাদের হেফাজতে নেয়া হয়।
এর আগে বেলা দেড়টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ব্যাংকটি ঘেরাও করে রাখে।