পাকিস্তানে মার্শাল কোর্টে আরও ৬০ জনের কারাদণ্ড

Published: 27 December 2024

পোস্ট ডেস্ক :


২০২৩ সালে জিন্নাহ হাউজে আক্রমণের সাথে জড়িত থাকার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের ভাতিজা হাসান খান নিয়াজি’কে। বৃহস্পতিবার এমন তথ্য দেয় সামরিক বাহিনীর মিডিয়া উইং। একই অপরাধে আরও ৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পাকিস্তানের মার্শাল কোর্ট। ২০২৩ সালের ৯ই মে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর চেয়্যারম্যান ইমরান খান’কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে পাকিস্তান জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিক্ষুব্ধ পিটিআই সমর্থকরা। যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় অনেককে। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় গ্রেপ্তারকৃতদের । এমন একজন হলো সাবেক প্রধানমন্ত্রীর ভাতিজা হাসান খান নিয়াজি। রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের মতে, সামরিক আদালতের মাধ্যমে সাধারণ জনতার বিচার করা বা তাদের দণ্ড দেয়া আন্তর্জাতিক আইনের বিরোধিতার শামিল। বিদেশি রাষ্ট্রের আনা অভিযোগের উত্তরে মঙ্গলবার পাকিস্তানের ফরেন অফিস জানায়, সামরিক আদালতের রায়গুলো সংসদ ও সুপ্রিম কোর্টের আইনের আদলে দেয়া হয়েছে। এক বিবৃতিতে ফরেন অফিসের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নিয়ম মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। জিও ট্রিবিউনের সাথে কথা বলার সময় , ৯ই মে’র দাঙ্গার সাথে জড়িতদের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করার অভিযোগ জানান ব্রিগেডিয়ার (অব.) ওয়াকার হাসান। জাতীয় নিরাপত্তা বিষয় বিশেষজ্ঞ সৈয়দ মুহাম্মদ আলী বলেন, অপরাধীদের শাস্তি তাড়াহুড়া করে দেয়া হয়নি এবং তা যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে।