লিভারপুল ক্লাব কিনতে আগ্রহী ইলন মাস্ক

Published: 9 January 2025

পোস্ট ডেস্ক :


ইংলিশ ক্লাব লিভারপুল কিনতে চান ইলন মাস্ক এমন কথাই জানিয়েছেন তার বাবা ইরল মাস্ক। যদিও অ্যানফিল্ডের ক্লাবটির বর্তমান মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানিয়েছে। ইলনের বাবা ইরল এ ক্ষেত্রে বিস্তারিত জানাতে চাননি কারণ তিনি মনে করছেন এটি করলে ক্লাবের দাম আরও বেড়ে যেতে পারে। ইরল বলেছেন লিভারপুল কেনার যে আগ্রহটি আংশিকভাবে শহরের সাথে পারিবারিক সংযোগের কারণে এসেছে। তিনি নিজেদের লিভারপুলের সাথে সংযুক্ত থাকার বিষয়টি প্রকাশ করে বলেন, আমরা লিভারপুলের সাথে সংযুক্ত। ্তুইলনের দাদী লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং লিভারপুলে আমাদের আত্মীয় রয়েছে। আমরা সৌভাগ্যবান যে বিটলস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি কারণ তারা আমার পরিবারের কয়েকজনের সাথে বেড়ে উঠেছ্থে।
এর আগে লিভারপুলের দায়িত্বে থাকা জন হেনরি জানিয়েছিলেন তারা এখনই লিভারপুল বিক্রির কোনো চিন্তা করছেন না। যদিও ইংল্যান্ডে চিরদিন থাকার ইচ্ছে নেই, তবে খুব শীঘ্রই মালিকানা হস্তান্তরের ইচ্ছে ছিল না তাদের। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, ২০১০ সালে ৩০০ মিলিয়নে কেনা ক্লাবটির বর্তমান মূল্য ৪.৩ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গিয়েছে। যা ফুটবল ক্লাবগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তবে এফএসজি স্কোয়াডে বিনিয়োগের অভাবের জন্য লিভারপুলের ফ্যানবেসের একটি নির্দিষ্ট অংশ ক্লাবটি নিয়মিত সমালোচনার মুখে পড়ছে। গত বছর ক্লাবটি ৯ মিলিয়ন ডলার প্রি-ট্যাক্সের ক্ষতি পোস্ট করে। এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ডি হিউজ বলেন, ২০১০ সালে এফএসজি অধিগ্রহণ করার পর থেকে এই দুর্দান্ত ক্লাবটিকে আর্থিকভাবে টেকসই পদ্ধতিতে এবং ফুটবলের পরিচালনা নীতি অনুসারে পরিচালনা করা আমাদের অগ্রাধিকার বিষয়।

শেষপর্যন্ত ইলন মাস্ক লিভারপুল ক্লাবটি কিনে নিবেন কিনা তা সময়ই বলে দিবে।তবে এর আগেও এমন হয়েছিল। টুইটার (বর্তমান এক্স) নিয়ে নানা জল্পনা কল্পনা শেষে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেন ইলন মাস্ক। বতর্মানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৩৪৩ বিলিয়ন পাউন্ড। তাই লিভারপুলকে কেনা মাস্কের জন্য খুব কঠিন কিছু হবে না।
আগামীকাল বৃহস্পতিবার টটেনহামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।