‘পাকিস্তানের ২ কোটি ২৮ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত’
পোস্ট ডেস্ক :
পাকিস্তানের ৫ থেকে ১৬ বছর বয়সি দুই কোটি ২৮ লাখ শিশু এখনো স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শনিবার (১১ জানুয়ারি) ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক সম্মেলনে যোগ দিয়ে শাহবাজ শরিফ এসব কথা বলেন। দুই দিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী অংশ নিয়েছেন। খবর জিও নিউজের।
শাহবাজ শরীফ বলেন, ‘পাকিস্তানের ৫ থেকে ১৬ বছর বয়সি দুই কোটি ২৮ লাখ শিশু এখনো স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত। তাদের মধ্য মেয়ে শিশু বেশি।’
তিনি বলেন, ‘মেয়েদের শিক্ষা বিস্তারে পাকিস্তান অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান সরকার দেশের সব প্রদেশের সঙ্গে সমন্বয় করে একটি সংস্কার কমিটি গঠন করেছে।’
অনুষ্ঠানে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘সরকার শিক্ষা খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে শিক্ষা সংস্কার কমিশন বেশ কিছু কাজও করে ফেলেছে।’
মুসলিম দেশগুলোর সঙ্গে শিক্ষা নিয়ে কাজ করতে পাকিস্তান সরকার উন্মুখ হয়ে আছে বলেও জানান ইসহাক দার।
সম্মেলনে তুরস্ক, সোমালিয়া, কুর্দিস্তান, মালয়েশিয়া ও মালদ্বীপের মন্ত্রীরাও বক্তব্য দেন। সম্মেলনে আরও বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, ‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সম্মানিত, অভিভূত ও খুশি। ’
২০১২ সালের পর মালালা মাত্র দুবার পাকিস্তানে গেছেন। এবার নিয়ে তিনি তিনবারের মতো নিজ দেশ সফর করছেন।