নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের সঙ্গে মামলা নিষ্পত্তি করতে মেটাকে দিতে হবে ২৫ মিলিয়ন ডলার
পোস্ট ডেস্ক :
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে ২০২১ সালে একটি মামলা দায়ের করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই মামলা নিষ্পত্তি করার জন্য এখন ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে মেটাকে। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। সে সময় মেটা জানিয়েছিল, তাকে অন্তত দুই বছরের জন্য প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হবে। এ জন্য মেটা এবং এর সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। ২০২৪ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মেটা ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর চূড়ান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়।
মামলা নিষ্পত্তির ঘটনাটি প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ করা হয়। নিষ্পত্তির প্রায় ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরির তহবিলে যাবে, বাকি টাকা আইনি খরচ এবং মামলার অন্যান্য পক্ষের মধ্যে বিতরণ করা হবে। তবে নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল তা স্বীকার করবে না মেটা। ২০২৪ সালের নির্বাচনের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাকারবার্গ। এই ঘটনা সম্পর্কের বরফ গলার ইঙ্গিত।
মেটা ট্রাম্পের জন্য একটি উদ্বোধনী তহবিলে ১ মিলিয়ন ডলার দান করে। জাকারবার্গ এই মাসের শুরুতে ইউএস ক্যাপিটলে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন- অন্যান্য বৈশ্বিক প্রযুক্তি বিলিয়নিয়ারদের কাছে বসেছিলেন। বেশ কয়েক বছর ধরে জাকারবার্গ এবং ফেসবুকের সমালোচনা করেছেন ট্রাম্প। ২০১৭ সালে তিনি প্ল্যাটফর্মটিকে ‘অ্যান্টি-ট্রাম্প’ হিসেবে অভিহিত করেছিলেন।
ট্রাম্পের অ্যাকাউন্টগুলো ব্যান করার পর তাদের সম্পর্ক আরও খারাপ হয়। ২০২৪ সালের মার্চে তিনি ফেসবুককে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করেন।এর আগে টুইটার থেকেও ট্রাম্পকে ‘স্থায়ীভাবে’ নিষিদ্ধ করা হয়। তবে ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন ইলন মাস্ক এবং প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর এক্সে একটি পোল তৈরি করেন মাস্ক। সেই পোলের ফলাফলের ভিত্তিতে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়।