ওয়াশিংটনে বিধ্বস্ত সেই উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

Published: 31 January 2025

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ফ্লাইট ডেটা ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম সিবিএস নিউজ এবং এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

 

স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

এ ঘটনার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র সিবিএস নিউজ ও এবিসি নিউজকে বলেছে, আমেরিকান এয়ারলাইনসের ওই উড়োজাহাজের রেকর্ডিং যন্ত্রগুলো উদ্ধার হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত।

উড়োজাহাজটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। এই ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে কিছু মরদেহ।

এদিকে এ দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর জন্য দোষারোপ করেছেন তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ‘ডাইভার্সিটি, ইকুয়্যিটি অ্যান্ড ইনক্লুশন’ (ডিইআই) উদ্যোগকে।

তিনি বলেছেন, তার বিশ্বাস, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়ে এসেছে, তারা যোগ্য লোক নন।

তার অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল, তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে। আর সেটিই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়েছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।