ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

Published: 2 February 2025

পোস্ট ডেস্ক :


শাহ জালালের মাজার জিয়ারত করা হলো না নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আশুলিয়ার জাহিদ আলীর পরিবার পরিজনের। মাজারে পৌছার পূর্বেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ ৪ জনকে হারাতে হয়েছে। রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে প্রাইভেটকার ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৯ জন হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

জানা যায়, মাজার জিয়ারতের উদ্দেশ্যে একই পরিবারের ৯ জন প্রাইভেটকার যোগে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। পরে তাদের প্রাইভেটকারটি ওসমানীনগরের ১৯ মাইল নামস্থানে পৌছলে বিপরীতমুখি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়েমোচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় চালকসহ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে জাহিদ আলীর স্ত্রী সায়মা আক্তার ইতি (৩৫), তার ছেলে আয়ান (৬), ইতির বোন শামীমা ইয়াসমিন (৩৮), ও কার চালক সোহেল ভুইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহত ৫ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারে একই পরিবারের ৯ জন ছিল বলে জানতে পেরেছি। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।