হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
পোস্ট ডেস্ক :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে, ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেয়া হয়নি বলেও জানান মি. আলম। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি-না? এমন প্রশ্নের জবাবে মূখপাত্র বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে। হাসিনার ফেরৎ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ আশা করছে যে, ভারত চিঠিটির উত্তর দিবে। দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের এগ্রিমো বিষয়ে এক প্রশ্নের জবাবে মূখপাত্র বলেন, সাধারণত ৩-৪ মাসের মধ্যে এগ্রিমো পাওয়া যায়। সেই সময়সীমা এখনো ফুরিয়ে যায়নি।