পাকিস্তানের পক্ষে আইআইটি বাবার বাজি : ক্ষুব্ধ ভারতীয়রা
পোস্ট ডেস্ক :
আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াইয়ের জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে এই দুই দল খুব কম সংখ্যক ম্যাচ খেলে।
২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে এবার। আর তার আগে মহাকুম্ভ মেলা থেকে লাইমলাইটে আসা আইআইটি বাবা নামে জনপ্রিয় অভয় সিং ওই ম্যাচ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন। তার ভবিষ্যদ্বাণীর ভিডিও ভাইরাল হসোশ্যাল মিডিয়ায়। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জিতবে পাকিস্তান, ভবিষ্যৎবাণী আইআইটি বাবার।
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। আজ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। প্রথম গ্রুপ ম্যাচের পর অবশ্যই সেই মহারণে ফেভারিট হিসেবে নামবে ভারত। তবে এমনটা মনে করছেন মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা। তিনি দাবি করেছেন যে এইবার পরাজিত হবে ভারত। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। অনেকেই তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন। নেটিজেনরা এই দাবি মানতে চাইছেন না। অন্তত বাংলাদেশ ম্যাচের পর তো এই কথা বিশ্বাস করা খুবই কঠিন।
গ্রুপ- এ-তে রয়েছে ভারত এবং পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। দু’দলই একটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথম ম্যাচে ৬০ রানে পরাজিত হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে। এখন দেখার দুবাইয়ের মাটিতে এই দু’দলের দ্বৈরথে জয়ী হয় কোন দল।
তবে এখন চর্চায় রয়েছে আইআইটি বাবা তথা অভয় সিংয়ের একটি মন্তব্য। মহাকুম্ভ মেলা চলাকালীন এক সাক্ষাৎকারে তিনি মুখ খোলেন। আইআইটি বাবা বলেন, ‘আমি তোমাদের আগের থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষোভপ্রকাশ করেন। তবে তিনি তাঁর বক্তব্যে অবিচল। তাঁকে পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমি যখন বলে দিয়েছি ভারত জিতবে না, তখন জিতবে না।