গ্লোবাল উইমেন এমপাওয়ারমেন্ট সামিটে আমন্ত্রিত ডা: জাকি রেজওয়ানা

Published: 6 March 2025

 

কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট চিকিৎসক, চ্যানেল এসের জনপ্রিয় সিনিয়র সংবাদ পাঠক ও কলামিষ্ট ডা: জাকি রেজওয়ানা আনেয়ার (এফ আর এস এ, এম বি বি এস, ডি টি এম এন্ড এইচ, এম এস, পি এইচ ডি) এ বছর গ্লোবাল উইমেন এমপাওয়ারমেন্ট সামিট এ  কীনোট স্পীকার হিসাবে বক্তব্য রাখার জন্যে আমন্ত্রিত হয়েছেন। এ বছর প্যারিসে দু’দিন ব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বব্যাপী নারীদের শিক্ষার হারের উন্নতি হলেও কর্মক্ষেত্রে তার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছেনা। ডা: জাকি মূলত এ বিয়টির উপর আলোকপাত করতে চান বলে জানিয়েছেন। বিভিন্ন গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ব্যাপারে প্রাতিষ্ঠানিক, মানসিক এ সামাজিক চ্যালেন্জগুলো পর্যালেচনা করে একটি রোডম্যাপ তৈরী সময়ের দাবী বলে তিনি মনে করেন। তিনি আরো মনে করেন, নারী পুরুষ নির্বিশেষে পুরো জনগোষ্ঠীর যোগ্য ব্যক্তিদের কাজে লাগাতে পারলেই প্রতিষ্ঠানের, সমাজের ও জাতির উন্নতি সম্ভব। এ ব্যাপারে তিনি পুরুষদেরও এলাই হিসাবে পেতে চান।