নারী বিশ্বকাপ বাছাইপর্বে দলে জায়গা পেলেন যারা-

Published: 14 March 2025

পোস্ট ডেস্ক :


ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ভারত বিশ্বকাপে জায়গা করতে খেলতে হবে বাছাইপর্বে। আগামী মাসে অনুষ্ঠেয় এই বাছাইপর্বের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ইশমা তানজিম।
পাকিস্তানে শুরু হতে যাওয়া এই বাছাইপর্বে যথারীতি দলের অধিনায়ক হিসেবে আছেন উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লীগে টুর্নামেন্ট সেরা হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি। টুর্নামেন্টে ভালো করে দীর্ঘদিন পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় শেলটেক ক্রিকেট একাডেমি। দলের হয়ে ৭ ইনিংসে দুই ফিফটিসহ ৪৮ গড়ে ৩৩৬ রান করেন ইশমা। গত জুলাইয়ে এশিয়া কাপে প্রথমবারের মতো টি-টোয়েন্টি
দলে ডাক পান এই ২৮ বছর বয়সী ব্যাটার। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেন ইশমার সতীর্থ সুমনা। গতবছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ৬ বছর পর জাতীয় দলে ফেরেন এই অফ স্পিনার। এবার ওয়ানডেতে ফিরলেন দীর্ঘ ৭ বছর পর। ২০১৮তে শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে খেলেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যে ক্যারিবিয়ান সফরে বাদ পড়া রিতু ফিরলেন এক সিরিজ পরেই। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে পেস বিভাগে আছেন তরুণ মারুফা আক্তার ও বাঁহাতি ফারিহা ইসলাম। স্পিন বিভাগে সুমনার সঙ্গে আছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া আক্তার। জায়গা ধরে রেখেছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। পায়ের চোটে পড়ে বাদ গেছেন লতা মন্ডল। আগামী ৩রা এপ্রিল ৬ দলের টুর্নামেন্ট খেলতে লাহোরের প্লেন ধরবে টাইগ্রেসরা। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাছাইয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। পয়েন্ট টেবিলের সেরা দুই দল টিকিট পাবে ভারত বিশ্বকাপের। রাউন্ড রবিন লীগের টুর্নামেন্টে ১০ই এপ্রিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। মূল পর্বের আগে ৫ ও ৬ই এপ্রিল স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।